Saturday, February 13, 2016

I

জাগো হে পিয়ালার ফেরিওলা জেগে উঠো
এবং সেইসব তৃষিত ওষ্ঠে তোলে ধর
কাংখিত রসের বাটি
মনে হতে পারে
প্রেম অতীব সহজলভ্য
আমার যাত্রা তবু
ইদানিং অতীব বন্ধুর
আমার হৃদয় ফিরে পেতে
আমি ঝড়ের কাছে প্রার্থনা করলাম
ঘুমন্ত কুন্তলে কস্তুরী গন্ধ
অমানিশা কুন্তল
সুঘ্রাণ পলাতক
হৃদয়ের রক্ত উপছে অশ্রু
ক্রন্দনরত আমার বিষাদিত হৃদয়

পান্থশালার জ্ঞানী পিতা  
শুনে রাখো তার পরামর্শ:
“সুরা, রক্ত বর্ণ সুরার রঙে রাঙ্গা জায়নামাজ”
এমন কোনো পরিব্রাজক নাই যে
তাহার চেয়ে ভালো জানে না পথের দিশা
এবং বিভিন্ন পান্থশালার ঠিকানা ও মানচিত্র
কোথায় বিশ্রাম
রাত্রি যখন স্থব্ধ ও স্থির
পরোক্ষে তোমার দুয়ার
ও আমার হৃদয়ের হৃদয়
উটের গলার ঘন্টায় শুনো বিলাপ ও ক্রন্দন:
“আবার তোলে নাও নিজস্ব বোঝা
এবং নির্গত হও”

তরঙ উচু ও উত্তাল
রাতের আকাশ ভীতিময়
খাড়িতে জলের ঘূর্ণি
সংঘাত ও গর্জন
ওদের পাতলা জাহাজ ইতিমধ্যে তীরবর্তী
কেমন করে ওরা শুনবে
আমার নিমজ্জমান কন্ঠ?
আমি খুঁজে নিয়েছি আমাকেই
অন্স্পেয়ারিং বর্ষগুলো
আমাকে দিয়েছে এনে
সম্মানহীন নেমসেক  
কোন সে পরিচ্ছদ পোহাবে আমার দুর্দশা
যখন প্রতিটি ব্যাঙ্গাত্মক মুখ উচ্চারিছে
আমারি নাম
ও’ হাফিজ,
এ দুর্দশার অবসানের জন্য
হৃদয়ে ধারণ কর প্রাজ্ঞজন
তাদের উপদেশ:

“অবশেষে পুরে যদি সমুদয় আকাঙ্কা তব
ছুড়ে ফেলো সমস্ত পৃথিবী-পার্থিব”